প্রেস বিজ্ঞপ্তিঃ
(৩০ জুলাই) বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “পেকুয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশ চেষ্টা চালিয়ে ঘেরা বেড়া ভাংচুর করল দূর্বৃত্তরা” এই শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাঁর প্রতিবাদ জানিয়েছে আল মক্কা টেইলার্সের স্বাধীকারী ইসফাকুর রহমান।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, প্রকাশিত সংবাদে যে দিন ঘটনার কথা উল্লেখ করেছে সেই দিন আমি ছিলাম না, আমার ব্যক্তিগত কাজে আদালতে ছিলাম। আমি আদালত থেকে আসার দুই/ তিন পর জানতে পারি আমির হোসেন আমার জন্য একটি সংবাদ প্রকাশ করছে। এই সংবাদের সম্পর্কে আমি অবগত নয়, এই বিষয়ে আমি কিছু জানি না। পরে আমার মায়ের কাছে জানতে চাইলে আমার মা বলেন, আমার ভাগিনা রাশেদ আমার বাড়িতে বেড়াতে আসলে তখন আমার মা তাঁর নাতীকে বলে গাছের ডালপালা কেটে দিতে । আমার ভাগিনা গাছের ডালপালা কাটলে মাটি পড়ে পাশে তাঁর ঘেরাও থাকলে তাঁর ঘেরাও ভেঙ্গে যায়। তখন আমির হোসেন আমাকে বললে আমি মেরামত করে দিতাম। এই হল প্রকৃত ঘটনা। আমি এই প্রকাশিত সংবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
আমি এই ঘৃণিত মিথ্যা, অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করতে।
প্রতিবাদকারী
ইসফাকুর রহমান
পিতা: মৃত আলী আহমদ
সাং: ভোলায়া ঘোণা, পেকুয়া সদর ইউনিয়ন, থানা/উপজেলা :পেকুয়া, জেলা :কক্সবাজার।
স্বাধিকারী : আল মক্কা টেইলার্স, পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply