ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অভিনব কায়দায় এক ফার্মেসী দোকান থেকে ঔষধ নিয়ে লাপাত্তা অজ্ঞাত এক প্রতারক।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার জামালদী বাস ষ্টান্ড এলাকায় মায়ের দোয়া ফার্মেসীতে এই ঘটনা ঘটে। গত রবিবার সন্ধ্যা ৭:৪৫ঘটিকায় অজ্ঞাত নামা ঐ প্রতারক তরিঘরি এবং বিপদগ্রস্ত ভাব নিয়ে ফার্মেসী দোকানে আসে এবং ফোনে কথা বলে ঔষধের নাম লিখে দোকানদারের কাছে শ্লিপ দিয়ে দ্রুত ঔষধ গুলো দিতে বলে,দোকানদার নিজের ও আশেপাশের দোকান থেকে ঔষধগুলো সংগ্রহ করে মোট ১৩,২০০/টাকার ঔষধ দিলে ঐ প্রতারক বলে সামনের স্বপ্না ফার্নিচারে তাঁর মা বসে আছে,সেখানে ঔষধ গুলো নিয়ে গেলে টাকা দিয়ে দিবে।স্বপ্ন ফার্নিচার ফার্মেসী থেকে ১০০গজের মধ্যে হওয়ায় দোকানদার ফয়সাল ঔষধ দিয়ে সাথে তাঁর ছোট ভাই অপুকে পাঠায়।স্বপ্ন ফার্নিচারে যাওয়ার পরে ঐ প্রতারক আরো দুটো ক্রীম লাগবে বলে অপুকে আবার ফার্মেসীতে পাঠায় আর এই সুযোগে ঐ প্রতারক লাপাত্তা,তাঁকে আর খুঁজেও কোথাও পাওয়া যায় নাই।পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রতারকের ছবি ও ভিডিও সংগ্রহ করে।জানা যায়,ঐ প্রতারক ইতিমধ্যে গজারিয়া ও সোনারগাঁও উপজেলার একাধিক ফার্মেসী থেকে প্রতারণা করে ঔষধ নিয়ে গেছে।এ বিষয় মায়ের দোয়া ফার্মেসীর মালিক মো:ফয়সাল মাহামুদ ওপেল বাদী হয়ে অজ্ঞাত নামা ঐ প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,অভিযোগ পেয়েছি,সিসি ক্যামেরা ফুটেজ ও ছবি সংগ্রহ করেছি,এই প্রতারককে আটকের চেষ্টা চলছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply