মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চন্দনাইশ থানা পুলিশের চৌকস অভিযানে অবৈধ মাদকদ্রব্য (১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট) উদ্ধারসহ আটক তিন কারবারি।
আজ ৯সেপ্টেম্বর,আনোয়ার হোসেন থানা অফিসার ইনচার্জ
তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ৮সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় চন্দনাইশ থানাধীন ০৫নং বরমা ইউপিস্থ পশ্চিম কেশুয়া, ০২নং ওয়ার্ড, ছৈয়দ বাজারে জনৈক খোরশেদ আলমের মুদি দোকান ও চা দোকানের পিছনে হতে আসামিদের আটক করা হয়।
ধৃত আসামীরা হলেন মো: রাশেদ (২৬)মো: ওয়াসিম (৩৮),মামুনুর রশিদ (২৪)।এসন দেহ তল্লাশি করিয়া ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
আসামী/অভিযুক্তের পরিচয় মো: রাশেদ,পিতা-মৃত মোহাম্মদ ইসলাম, মাতা-রিজু আক্তার, সাং-পশ্চিম কেশুয়া, (এসপি দেলোয়ার এর বাড়ি) ০১নং ওয়ার্ড, ০৫নং বরমা ইউপি। মো: ওয়াসিম, পিতা-মৃত আমির আহম্মদ, মাতা-মালেকা বেগম, সাং-পূর্ব চন্দনাইশ, চৌধুরী পাড়া, ০২নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা,মামুনুর রশিদ,পিতা-মৃত হাফেজ, মাতা-মৃত আঞ্জুমানারা বেগম, সাং- পশ্চিম কেশুয়া, (হাজী আব্দুর ছবুরের বাড়ি) ০১নং ওয়ার্ড, ০৫নং বরমা ইউপি, সর্ব থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।
আসামিদের বিরুদ্ধে,গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): চন্দনাইশ থানার মামলা নং-০৭, তারিখ-০৯/০৯/২০২৩ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২০) সালের ৩৬ (১) এর সারণীর ১০ (ক)/৪১। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলাম, মামলাটি তদন্ত করবেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply