মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় শত্রুতাবসত এক কৃষকের দুই বিঘা করলার জমিতে বিষ প্রয়োগে করলা গাছ ও করলা নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার দেবতপুর গ্রামের কৃষক রুহুল আমিনের জমিতে এই ঘটনা ঘটে।
করলা চাষী রুহুল আমিন জানান, তিনি অক্লান্ত পরিশ্রম করে দুই বিঘা জমিতে করলা চাষ করেন। জমি জুড়ে করলার ফলন আশানুরুপ হয়। বেচা বিক্রি ভাল হচ্ছিল।
বাজারে করলাম দামও ভাল পাচ্ছিলেন। এরই মাঝে বুধবার গভীর রাতে কে বা কারা তার করলার জমিতে বিষ প্রয়োগ করে করলা গাছ ও করলা নষ্ট করে। বিষের কারণে গাছের পাতা শুকিয়ে গেছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হবে বলে ধারনা করছেন তিনি। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply