কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় ১০০ কেজি গাঁজাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর একটি দল। এসময় জব্দ করা হয়েছে গাঁজা বহনকারী ট্রাকটিও।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মার্কেট এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর কলোনির আব্দুল হালিমের ছেলে হৃদয় আলী (২৩), একই জেলার চন্দ্রিমা থানার মেহের চন্দ্রিপাড়া এলাকার বাক্কার আলীর ছেলে ফারুক ওরফে বাপ্পি (২৫), এবং একই জেলার পবা থানার বড় আমগাছি এলাকার হাসান আলীর ছেলে সবুজ আলী (২০)।
র্যাব-১ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া হতে গাজীপুর অভিমুখী রাজশাহী জেলার উদ্দেশ্য ঢেউটিনসহ একটি ট্রাক গাঁজার বড় চালান যাচ্ছে। এ সময় মেজর মাসুদ হায়দারের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের চেরাগআলী মার্কেট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে তিনি জানান।
থানার অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির জানান, গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করাসহ আটকদের নামে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply