মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্য নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ পরিচালক স্থানীয় সরকার মাছুদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ, সহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন
কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।
জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply