মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ক্ষুদা দারিদ্র ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে আহব্বান জানালেন নৌকায় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারন সম্পাদক ও সাবেক জেলা আওয়ামীলীগের মরহুম হানিফ আলী শেখের আস্থাভাজন স্নেহের ছোট ভাই এ্যাড. মালেক শেখ।
নাটোর ও নলডাঙ্গা -২ আসনের মনোনয়ন প্রত্যাশী উদিয়মান তরুন জনবান্ধব নেতা এ্যাড.মালেক শেখ। আজ সকাল ১১ টায় নাটোর সদর স্টেশনের সমগ্র এলাকায় সাধারন, ভ্যান রিকসা চালক, দিনমুজর খেটে খাওয়া মানুষ ও ব্যাবসায়ীদের সাথে সাক্ষাত গনসংযোগ ও তাদের খোঁজ খবর নেন।
এসময় এ্যাড.মালেক শেখ সকলের কাছে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে দেশের মানুষের সেবা ও উন্নয়ন অব্যাহত রাখার কথা বলেন। তিনি আরো বলেন আমি নৌকার মাঝি হতে চাই নাটোর, নলডাঙ্গার সকল অসহায় দারিদ্র মানুষের পাশে দাড়াতে চাই বেকারত্ব ও সমাজের সকল অপরাধী ও সন্ত্রাস দমন করতে চাই ক্ষুদা দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে চাই।
জনসংযোগ শেষে নাটোর স্টেশন থেকে একটি মোটর সাইকেল শো ডাউন বের হয়ে শহরেরে তেবাড়িয়া হাট, হরিশপুর বাইপাস, মাদ্রাসামোড়, মসজিদ মার্কেট হয়ে নলডাঙ্গা উপজেলার মাধনগড় বাজারে গিয়ে জনসংযোগ করে আবারো নাটোর সদর এসে মোটর শো ডাউনটি শেষ হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply