হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে প্রনয় রায়(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে দক্ষিণ মন্ডলপাড়া গ্রামে গত সোমবার ২৭ নভেম্বর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শিশু প্রনয় দেবীপুর দক্ষিন মন্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।
জানা গেছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলনা । তবে দমকল বাহিনী পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।দেবীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, দিপু চন্দ্র পাশের এলাকায় ইটভাটায় কাজ করতে গিয়েছিল । তার স্ত্রী শিশুটিকে ঘরে ঘুমিয়ে রেখে বাড়ির বাইরে জ্বালানির জন্য গোবর কুঁড়াতে যায় । এসময় অগ্নিকাণ্ডের এ দুঘর্টনা ঘটে। নিহত শিশুটি আগুনে দগ্ধ হয়ে মারা যায় । ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এক শিশুর মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply