মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ফেব্রুয়ারি২০২৪) সকালে উপজেলার মধুবাড়ী দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আ,স,ম,মাহামুদুল হক মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর ১( লালপুর – বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদিউর রহমান বদর, সহ-সভাপতি এসকেন্দার মির্জা,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ঘুতু,অর্জুনপুর- বড়মহাটি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম,আড়বাব ইউপি চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা,সাবেক ইউপি চেয়ারম্যান ও লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,
আড়বাব ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,অর্জুনপুর- বড়মহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম,আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ হক,পৌর আওয়ামী লীগের (একাংশের) সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম রোকন, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সিবিএ সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল।এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকল নেতাকর্মীদের সম্মতিক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়কে প্রার্থী ঘোষণা করেন সাবেক সাংসদ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply