মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি
শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিক ভাবে শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। একইসাথে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে অসীম কর্মকার কে সভাপতি ও নির্মল কর্মকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারন সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শ্রী পরিমল কর্মকার, সহ সভাপতি এ্যাড. শ্রী পরিতোষ সমদ্দার, শ্রী শংকর দেবনাথ, সহ সাধারণ সম্পাদক শ্রী দিলীপ সমদ্দার মিলন, শ্রী বিকাশ সাহা। এসময় উপস্থিত ছিলেন আরো অনেকে। এর আগে শ্রীগুরু সঙ্ঘের গঠনতন্ত্র অনুযায়ী তিনজন শ্রীকৃষ্ণ পাল, প্রণব কুমার সাহা, ও সুখ রঞ্জন বণিক কে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয় উপস্থিত সদস্যদের সমর্থনে। পরে প্রস্তাবিত কমিটি উপস্থিত সদস্যদের সমর্থনে কন্ঠ ভোটে অনুমোদন দেয় নির্বাচন কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুখরঞ্জন বনিক, তাপস কর্মকার, সুমন কর্মকার, শংকর বনিক, শ্যামল কর্মকার ও অমৃত লাল হাওলাদার। সহ-সাধারণ সম্পাদক বিধান কর্মকার সঞ্জীব কর্মকার ও দিপঙ্কর কর্মকার। সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক কালাচান পাল, মিঠুন বনিক ও বিনয় কর্মকার। কোষাধ্যক্ষ উত্তম কর্মকার, দপ্তর সম্পাদক অজীত সাহা, সহ-দপ্তর সম্পাদক অনীল দেবনাথ, বিপ্লব কর্মকার ও অভয় কর্মকার।প্রচার সম্পাদক অমিত দেবনাথ, সহ-প্রচার সম্পাদক সুমন কর্মকার, দিপঙ্কর কুন্ডু ও বিকাশ সাহা, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাস (কালু)। সহ- সাংস্কৃতিক সম্পাদক সমীর সাহা, অনিক সাহা, বিশ্বজিৎ দাস, সঙ্ঘ সমন্বয়কারী আশুতোষ কর্মকার, সহ-সঙ্ঘ সমন্বয়কারী অপূর্ব কুমার ধর (মিঠু) ও সমীর কর্মকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন গোপাল কর্মকার, কমল কর্মকার, আকাশ দে, রমেশ দাস, বিপ্লব দাস, সজল দাস, লিটন কর্মকার, পরেশ কর্মকার, সুমীত দত্ত ও প্রদীপ কর্মকার। এছাড়া ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য হলেন, ঝুন্টু লাল দাস, শ্রী কৃষ্ণ পাল, দিলীপ কুমার বনিক, ধ্রুব লাল বনিক, নির্মল ধর, নিমাই চন্দ্র শীল, স্বপন দে, বাবু লাল দত্ত, তাপস দত্ত ও দিপক দাস। কমিটির সদস্যদের বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply