সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকের আমেরতল জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিদ্যালয়ের ভুমিদাতা, মুহিবুর রহমান মানিক এমপি”র সহধর্মিণী শামীমা ফেরদৌসী লুনার সভাপতিত্বে ও ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, মুহিবুর রহমান মানিক এমপি’র বড়বোন ভুমিদাতা সামছুন নাহার মুক্তা, ছাতক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইশতিয়াক রহমান তানভীর, গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কারুজ্জামান, ইউপি সদস্য জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সাবেক মেম্বার নুরুজ্জামান, আব্দুল হামিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপলু আহমেদ, স্থানীয় হাজী নুরুল ইসলাম, মোশাহিদ আলী, কাপ্তান মিয়া, আজিজুর রহমান, হাজী রজব আলী, শফিক মিয়া,খয়রুল হুদা, আব্দুস সালাম শাকিল, মতকিন আহমদ, আব্দুস সালাম, খলিলুর রহমান, আব্দুল খালিক, আব্দুর রহমান, ইদ্রিস খান,বদর উদ্দিন, আতিক হাসান, হারুল মিয়া, আরাজ মিয়াসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন শিক্ষার্থী সুনিয়া আক্তার পাপ্পি।
Leave a Reply