প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু সৈনীকলীগের সভাপতি মুহাম্মদ ফোরকানকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
১০ মার্চ জাতীয় দৈনিক খোলা কাগজ ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার,দৈনিক সকালের কক্সবাজার,দৈনিক দেশবিদেশ সহ স্থানীয় পত্রিকা ও ফেসবুক পোর্টালে “ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন লবণ চাষী”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদটি মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদীত।গরু ডাকাতি ও দস্যুতাকে আড়াল করতে তথাকথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা গল্প সাজিয়ে নিজেদের অপকর্ম আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে রাজাখালী টেকঘোনা পাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ছৈয়দ মিয়া ও তাঁর ছেলে আজমগীর। উক্ত সংবাদে আমাকে কিশোর গ্যাংয়ের আশ্রয়- প্রশ্রয় দাতা ও মাদক ব্যবসায়ী হিসাবে উল্লেখ করা হয়েছে। যেটা বাস্তবতার কোন মিল নেই। আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনীকলীগ রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছি। উক্ত সংবাদে রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনীকলীগ সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা সাহাদাত সহ নেতাকর্মীদের কিশোর গ্যাং হিসাবে আখ্যায়িত করেছেন। কিশোর গ্যাং কারা লালন করে,কারা মদ,গাঁজা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকেন রাজাখালীবাসীর এটা অজানা নয়। আজমগীর গং এলাকার সন্ত্রাসী ও মাস্তামি প্রকৃতির লোক। তার ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। তিনি এখন উদুর পিন্ডি বুদুরঘাড়ে চাপার চেষ্টা করছে। আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করি। এতে আমি ভালোভাবেই চলতে পারি।
আমার একটা শিপিং কর্পোরেশনের লাইসেন্সও রয়েছে। গত কয়দিন আগে আমার সাধারণ সম্পাদক সাহাদাতের বাড়ীতে গিয়ে হামলা করে লুটপাট চালায় আজমগীর গং। এতে আমি প্রতিবাদ করায় কয়েকদিন আগে রাতে আমার বাড়িতে হানা দিয়ে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু নিয়ে যায়। এই ঘটনার দেশের শীর্ষ গণমাধ্যমে হেড লাই হয়েছিল। এরা আমার গরু ডাকাতি করছে সারা পৃথিবীর মানুষ দেখেছে। এর পর আমি চকরিয়া বিজ্ঞ আদালাতে মামলা করেছি। মামলার তদন্ত ব্যাঘাত করার জন্য নতুন গল্প বানাচ্ছে। একটা সত্য ঘটনাকে আড়াল করতে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্র করেছে। আমি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা সংবাদে দেশবাসী ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করছি।
প্রতিবাদকারী
মুহাম্মদ ফোরকান
সভাপতি,বঙ্গবন্ধু সৈনীকলীগ
রাজাখালী ইউনিয়ন শাখা, পেকুয়া, কক্সবাজার।
Leave a Reply