সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার নিবাসী মাওলানা ক্বারী বুরহান উদ্দিন। তিনি গ্রামের নুরুল ইসলামের পুত্র। খামিছ স্তরের একজন ভালো মানের ক্বারী ও পরীক্ষক তিনি। মাওলানা, ক্বারী বুরহান উদ্দিন ছাতক সদর ইউনিয়নের বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হিসেবে কর্মরত আছেন। তিন সন্তানের জনক ক্বারী বুরহান উদ্দিন কিডনির সমস্যা নিয়ে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি।লাইফ সাপোর্টে ভর্তি থাকা এই আলেমের অবস্থা আশংকাজনক। ডাইলোসেসে প্রতিদিন ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা এবং ঔষধ ও টেষ্টে দিনে ১৪হাজার টাকা। একজন মসজিদের ঈমাম হিসেবে এতো ব্যায় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার অসম্ভব হয়ে পড়েছে। কাজেই নিরুপায় হয়ে দেশ বিদেশে অবস্থানরত সকল বিত্তবানদের কাছে তিনি নিজের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। সকলের সহযোগিতায় তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। একজন ঈমামকে সুস্থ করে তুলতে সমাজ ও দেশ বিদেশের বিত্তবানরা এগিয়ে আসবেন এই প্রত্যাশা তার পরিবারের।
রোগীর পার্সোনাল বিকাশ নম্বর দেয়া হলো যদি সাহায্য পাঠাতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন। হাসপাতাল ও নিজ বাড়িতে যোগাযোগ করা যাবে। +8801721-773733 নামঃ ক্বারী বুরহান উদ্দিন, গ্রামঃ ঘাটপার, ইউনিয়নঃ উত্তর খুরমা, পোস্ট অফিসঃ চর মহল্লা বাজার, ছাতক,সুনামগঞ্জ।
Leave a Reply