সেলিম মাহবুব.সিলেট:
ছাতকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ও সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দু’ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে পেপার মিল জামে মসজিদের সামনে সিলেট সেনানিবাস সদস্যরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। সরকারী ও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিতরণ কালে পৌর কাউন্সিলর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, রশিদ আহমদ খসরু এবং সেনাবাহিনীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী সূত্রে জানা যায় সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ বিতরণ করা হয়।
Leave a Reply