মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুর থানার অধীনে আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে হঠাৎ করেই আগুন লাগে। আজ ৩০ এপ্রিল মঙ্গলবার রাত্রি সাড়ে আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দয়রামপুর এবং লালপুর ইউনিট এবং স্থানীয় জনগণের সহায়তায় দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হীরেন্দ্রনাথ জানান, আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ফাঁড়ির কনস্টেবলদের ব্যারাকের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় জনগণের সহায়তায় দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ওই ব্যারাকের কনস্টেবলদের তিনটি বেড এবং একটি টিভি পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে সরকারি কোনো কাগজপত্র বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Leave a Reply