সেলিম মাহবুব,সিলেট:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজার জেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির দুই জন নেতা-নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতা-নেত্রীরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল হেকিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি ডলি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)। মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম বলেন, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply