গত ১৩ মে ২০২৪ ইং তারিখে সিলেট বিডি নিউজ ২৪ লাইভ, ও ,জুড়ী টাইমস, ১৪ মে প্রতিদিন বাংলাদেশ ডট নেট, Red Times অনলাইন নিউজ পোর্টাল, জুড়ীতে ঋণ দেয়ার নামে এক কর্মকর্তার অভিনব প্রতারণা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। তা মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তা ছাড়া সামাজিক ভাবে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে আমার সম্পৃক্ততা থাকায় সুনাম আছে। আমার এ সুনামে একটি কু’চক্রীমহল আমার বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আইসিভিজিডি প্রকল্পে কোন ধরনের ঋণ কার্যক্রম নেই। এই প্রকল্পে হতদরিদ্র নারীদের উদ্যোক্তা তৈরি করনের লক্ষ্যে ৪১ দিনের প্রশিক্ষণ, ২৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে উপকার-ভোগীদের নিজস্ব ব্যাংক একাউন্ট এর মাধ্যমে। এই প্রকল্পে WFP ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশনায় উদ্দীপন সংস্থা সিলেট বিভাগে পরিচালনা করছে।
বিনীত
ইয়াসিন মঞ্জু
এল ই ডি সি
আইসিভিজিডি প্রকল্প এল.ই.ডি.সি পদে দায়িত্বরত। উপজেলা সমন্বয়কারী
উদ্দীপন।।
Leave a Reply