মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর ১০ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকার একটি গোখাদ্য নিপিয়ার ঘাসের জমি থেকে বোরকা পরিহিত অজ্ঞাত অর্ধ বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, আজ বিকেলে এলাকাবাসী খবরে তিনি জানতে পারেন জনৈক রাজু আহমেদের ঘাসের জমিতে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে আছে।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালায়। আশেপাশে কোনো ব্যাক্তি তাকে চিনতে না পারায় পিবিআই এবং রাজশাহীতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীর পরিচয় সনাক্ত করার কাজ শুরু করেছে। মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশ গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করে দেখছে।
Leave a Reply