সেলিম মাহবুব,সিলেট:
১০৩টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম কিরন। তিনি কাপ-পিরিচ ভোট পেয়েছেন ৪১.১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওলাদ আলী রেজা আনারস প্রতীকে ৩৫.৯৬১ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ৪৩.৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা আবুস সামাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইজাজুল হক রনি বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১১.২৩২ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এখানে চেয়াম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন পাঁচ জন ও ভাইস চেয়ারম্যান পদে নয় জন। মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন। ভোট পড়েছে শতকরা ২৮.২ ভাগ।
Leave a Reply