সেলিম মাহবুব,সিলেট:
উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলায় বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি খায়রুল হুদা চপল, তিনি (মোটর সাইকেল) প্রতিকে ৩৬ হাজার ১শ’ ৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ (আনারস) প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ২শ’ ৫৪ ভোট। অন্য প্রার্থী আওয়ামী লীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৬শ’ ২১ ভোট। এ দিকে জেলার মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া, তিনি (মোটর সাইকেল) প্রতিকে ১২ হাজার ৮ শ’৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মো.সাঈদুর রহমান (কাপ-পিরিচ) প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৯ শ’১৭ ভোট। চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত বুধবার ৫ মে। সুনামগঞ্জ জেলার ৩ টি উপজেলায় এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply