সেলিম মাহবুব,সিলেট:
সিলেট মহানগরের মেজরটিলা চামেলিবাগ এলাকায় টিলা ধ্বসে একই পরিবারের তিনজন মারা গেছেন। দুপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (১০ জুন) ভোর ছয় টার দিকে টিলা ধ্বসে দুই পরিবারের ছয়জন মাটির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, চামেলি বাগের টিলার পাশের একটি বাসায় দুই ভাই তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। আজ ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরের দিকে অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে ২ বছরের এক শিশু ও রয়েছে। উদ্ধার কর্মীরা করিম উদ্দিন (৩২), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও ছেলে নাফজি তামিম (০২) এর লাশ উদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুনুর রশীদ চৌধুরী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply