সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বোকা নদীতে একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছেন এলাকার ৬ গ্রামের মানুষ। স্কুল, কলেজ ও মাদ্রাসার শত-শত শিক্ষার্থী এবং এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য চরমহল্লা ইউনিয়নের মজুমদারীচর, আব্দুল্লাচর, ছনুয়া, প্রথমাচর, চরদুলভ ও মাটিয়ারচর গ্রামের লোকজন উদ্যোগ নিয়ে এলাকায় চাঁদা আদায়ের মাধ্যমে বাঁশের একটি ব্রিজটি নির্মাণ করেছেন। সংশ্লিষ্টরা জানান, এতে ৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। বাঁশের এই ব্রিজ নির্মাণের ফলে এলাকার শিক্ষার্থী এবং কয়েক হাজার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পেয়েছে। চরমহল্লা ইউনিয়নের দারুল উলুম আশাকাচর মাদ্রাসার পাশে বোকা নদীতে বাঁশের এই ব্রিজটি নির্মাণ করা হয়।
বোকা নদীতে একটি ব্রিজ না থাকায় প্রতি বছর বর্ষায়
এ অঞ্চলের কয়েক হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের কয়েকটি গ্রাম এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য চরমহল্লা ইউনিয়নের বোকা নদীতে একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন।এলাকার বাসিন্দারা বোকা নদীতে একটি ব্রিজ নির্মাণের জন্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়েছেন।
Leave a Reply