সেলিম মাহবুব,সিলেট:
রাত পোহালেই শুক্রবার (১৪ জুন) মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নতুন কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ। ঢাকা জেলা ও দেশের আরো চারটি জেলার মোট ছয়টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। গঠনতন্ত্র অনুসারে প্রতি৩ বছর অন্তর অন্তর এ সংগঠনের নির্বাচন হয়ে থাকে।এরই অংশ হিসেবে ছাতক উপজেলার ধনীটিলা গ্রামের মনিপুরী মিলনায়তন ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন ধনীটিলা, রতনপুর ও রাসনগর গ্রামেের মণিপুরী সম্প্রদায়ের লোকজন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, এবং সাধারণ সম্পাদক এই তিনটি পদে ভোটাভুটি হবে। সভাপতি পদে দু’জন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজনসহ ৮জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। ১৫ সদস্য বিশিষ্ট কার্য কমিটির মধ্যে বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য বছরের নির্বাচন গুলো থেকে এবারের নির্বাচনে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মণিপুরী অধ্যুষিত এলাকাগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রচার-প্রচারনা চলাকালে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। শুক্রবার ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। এদিন সকাল ৮.০০ ঘটিকা থেকে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ভোট দিতে পারবেন।
Leave a Reply