হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“প্রকৃতি বাঁচলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে, ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার ১৪ জুন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জিতেন তিরকীকে সভাপতি এবং বেনেডিষ্ট কুজুরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। বেসরকারি এনজিও ইএসডিও’র মেধাবিকাশ কেন্দ্র ঠাকুরগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জিতেন তিরকীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহা, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ মাহাতো, সভাপতি মন্ডলীর সদস্য মীর্জা সিং, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।পরে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply