মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও সহকারী প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলা হলরুমে শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও সহকারী প্রধানগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল৷ মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল
হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুলা আনছারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুর আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ১লাখ ১২ হাজার, ৮শত টাকা ও বাইসাইকেল বিতরণ করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
Leave a Reply