সেলিম মাহবুব:
মানবিকতার আরেক দৃষ্টান্ত স্হাপন করলেন ও মানবিকতার আরেক নাম ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম’র প্রচেষ্টায় অজ্ঞাতনামা মানষিক ভারসাম্যহীন এক রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কারণে প্রশংসা কুড়িয়েছেন ও প্রশংসিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম। তাঁকে মানবতার কন্যানে অনেক কাজ করতে দেখা গেছে। তিনি মানবিক একজন অফিসার হিসেবে সর্বমহলে পরিচিত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অজ্ঞাতনামা মানষিক ভারসাম্যহীন এক অসুস্থ লোককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নোয়াকোট ও ইছামতি বিজিবি ক্যাম্পে খবর দেন। উভয় ক্যাম্পের বিজিবি সদস্যগন উপস্থিত হয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিক আলীর সাথে যোগাযোগ করে সহযোগিতার আহবান জানান। এ সময় ওয়ার্ড মেম্বার শফিক আলী বিষয়টি ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলমকে অবহিত করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মানবিক বিবেচনায় তাকে গ্রাম পুলিশের মাধ্যমে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার পরামর্শ প্রদান করেন। এরপর গ্রাম পুলিশের মাধ্যমে অজ্ঞাত লোকটিকে নৌকা ভাড়া করে ওয়ার্ড মেম্বার শফিক আলী ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। ছাতক হাসপাতালে মানষিক রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু অজ্ঞাত লোকটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অর্থ কড়ি গ্রাম পুলিশের পক্ষে বহন করা সম্ভব ছিলোনা। পরে ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম অজ্ঞাতনামা রোগীর গাড়ি ভাড়া ও প্রয়োজনীয় খরছের ব্যয়ভারের দায়িত্ব নেন। পরে পরিচয়হীন ও ভারসাম্যহীন লোকটিকে গাড়ি রিজার্ভ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ঐ গ্রাম পুলিশ। বর্তমানে ছাতক থানার অফিসার ইনচার্জের সহায়তায় তার চিকিৎসা সেবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন।
Leave a Reply