সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এক কলেজ ছাত্রী (১৬) কে অপহরণ ও ধর্ষনের অভিযোগে জিহাদ মিয়া (১৯) নামের এক প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জিহাদ মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাওঁ গ্রামের সুলতান মিয়ার পুত্র। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এক সূত্রে জানাগেছে, জগন্নাথপুর পৌরসভার লার্নিং একাডেমীর সামন থেকে গত ২৯ জুন নিখোঁজ হয় কলেজ ছাত্রী। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর ভাই তানভির মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষন আইনে মামলা দায়ের করেন। পরে জগন্নাথপুর থানার এস আই রফিজুল মিয়ার নেতৃত্বে একদল চৌকশ পুলিশ টিম বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ খান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগের প্রেক্ষিতে আসামী প্রেমিক জিহাদ মিয়াকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এসময় কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত জিহাদ মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply