সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজারে ১১ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল হোসেন (২২) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শুক্রবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার লক্ষীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তোফাজ্জল হোসেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজর আলীর পুত্র। পারিবারিক ও মামলা সুত্রে জানায়, বুধবার (৩ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় ধর্ষণের শিকার শিশুটির মা তার মেয়ের বাড়িতে ও বাবা কৃষি কাজে থাকা অবস্থায় ঘরের মধ্যে শিশুটিকে এক পেয়ে তোফাজ্জল হোসেন তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশু সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে ধর্ষিতা শিশু তোফাজ্জল হোসেনের হাত থেকে ছোটে দৌড়ে পাশের একটি প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয় এ ব্যাপারে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল মরিয়া হয়ে ওঠে। তারা মামলা দায়ের করতে বাঁধা দিয়ে বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের নামে কালক্ষেপণ করেছেন। পরবর্তীতে বাধ্য হয়েই শিশুটির বাবা শুক্রবার (৫জুলাই) রাতে থানায় এসে ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ এক অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তোফাজ্জল হোসেনকে আটক করেছে। শিশুটির বাবা জানান, লম্পট তোফাজ্জল হোসেন তার মেয়েকে রান্নাঘর থেকে সিগারেট জ্বালানোর আগুন এনে দেয়ার কথা বলে ঘরে ঢুকে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তিনি দোয়াবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে স্বীকার করেছেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি দায়ের করার ৩ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধর্ষণ মামলার আসামি তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে।
Leave a Reply