শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়াডের বৃহত্তর মোহাম্মদনগর যুব সমাজের পক্ষ থেকে বৃহত্তর মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান মানবিক অঙ্গনের পরিচিতমুখ আয়্যারলেন্ড প্রবাসী দেলোয়ার হোসেন এর পূর্নরায় প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) রাত ৯ ঘটিকার সময় মোহাম্মদনগর বাজারে হাজী সৌদি-আরবআলী মার্কেটের সামনে মাস্টার বিপ্লব পুরকায়স্থ ও মাস্টার এম তারেক হাসনাত এর যৌথ সঞ্চালনায় হাছান আহমদের কুরআন তিলাওয়াত এবং বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯নং ওয়াডের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের সভাপতি সাংবাদিক ও শিক্ষক শাহরিয়ার শাকিল। মোহাম্মদ নগর ভাই ভাই চালক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মোহাম্মদনগর টাইগার ফুটবল একাদশের সভাপতি আব্দু শহীদ।
এ-সময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন ও প্রবাসী দুলু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান সাবেক ইউপি সদস্য বধরুল হোসেন, মাস্টার সামসুল ইসলাম, মাছুম আহমদ, রহমানিয়া পঞ্চায়েত সভাপতি মিলন কর্মকার,ছোটলেখা চা বাগান পঞ্চায়েত সভাপতি নানু মিয়া। তমবিরাবাদ ফাড়ি চা বাগানের সভাপতি সাগর ঠাকুরিয়া কল,সহ মোহাম্মদনগর বাজার বণিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দগন মোহাম্মদনগর যুব সমাজের এই-রকম আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের প্রত্যেক প্রবাসী এক একটা মোমবাতির মত মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, তেমনি প্রবাসীরা নিজে জ্বলে আমাদের আলোকিত করে তুলে। প্রবাসীদের অবদান অতুলনীয়। সকল প্রবাসীদের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে হবে। এবং আমরা বৃহত্তর মোহাম্মদনগর বর্তমানে যে রকম ঔক্যবদ্ধভাবে রয়েছি, আগামীতে একি রকম যেন থাকতে পারি এমনটি প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দগন কে সম্মাননা স্মারক প্রদান করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এবং পরিশেষে আর্ত ও মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় বৃহত্তর মোহাম্মদ নগর এর ১২টি সংগঠন কে সম্মাননা সরুপ সংর্বধনা প্রদান করা হয়েছে।
Leave a Reply