সেলিম মাহবুব,সিলেট:
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক পরিবারের দখলীয় ভুমি জোর পূর্বক দখলের চেষ্টায় ঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভুমির মালিক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফুল বাবু সিংহের পুত্র মিলন কুমার সিংহ ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক সেনাবাহিনী ক্যাম্পে প্রদান করেছেন বলে মিলন সিংহ জানিয়েছেন। অভিযোগটি সাধারন ডায়রী (নং-৬৯২) হিসেবে এন্ট্রি করা হয়েছে। অভিযোগ থেকে জানান যায়, উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত মিলন সিংহ ও তার পরিবারের উত্তর নিজগাঁও মৌজার ৭১ শতক ভুমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল একই এলাকার মৃত তবারক আলীর পুত্র ইসমাইল আলী। এ নিয়ে এলাকায় একাধিক বিচার-সালিশও অনুষ্ঠিত হয়েছে। পরবর্তিতে ভুমির মালিক ফুল বাবু সিংহ বাদী হয়ে ইসমাইল আলি সহ ৩ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা(নং ২০৮/২৩২) দায়ের করলে বিষয়টি তদন্তের জন্য ছাতক থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়। এক পর্যায়ে ইসমাইল আলী তার আদালতে হাজির হয়ে তার স্বপক্ষে বিরোধকৃত ভুমির কাগজ পত্র দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। কিন্তু বিরোধকৃত ভুমির পক্ষে কোন কাগজ দেখাতে ব্যর্থ হয় ইসমাইল আলী। পরে ইসমাইল আলী গংদের বিরোদ্ধে বিরোধকৃত ভুমিতে নিষেধাজ্ঞা সহ মামলাটি নথিভুক্ত করেন আদালত। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সুযোগে ৭ আগষ্ট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত ভুমিতে আবারো জোর পূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে ইসমাইল আলী। একই সাথে মিলন সিংহ ও তার পরিবারকে বিভিন্ন রকম হমকী-ধামকী ও ভয়-ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply