মোহাম্মদ মাসুদ
প্রতি মঙ্গলবার জনগণের অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার। সপ্তাহে একদিন নাগরিকের কাছ থেকে অভিযোগ শুনবেন তিনি। জনগণের অভিযোগ ও সমস্যার সমাধানে সবরকমের নাগরিক সেবা সহায়তায় নিরাপত্তা প্রতিশ্রুতি দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এছাড়া প্রতিসপ্তাহে একদিন প্রতিটি থানায় অনুষ্ঠিত হবে ‘ওপেন হাউজ ডে’।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। এবং গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ‘প্রতিসপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সকলের বক্তব্য শুনবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিবেন।’
এছাড়া প্রতিটি থানায় রবিবার বিকেল ৩টায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে (যা থানা থেকে নির্ধারিত হবে) বলেও জানানো হয়।
উল্লেখ্য : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ২০০৭ সালে তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ ওপেন হাউস ডে চালু করেছিলেন। পরে সারা দেশের থানাগুলোতেও তা চালু করা হয়। ওপেন হাউস ডে চালুর অন্যতম লক্ষ্য ছিল, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে পুলিশের এক হয়ে কাজ করা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply