সেলিম মাহবুব,সিলেট:
দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বৃহত্তর ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে ছাতকের আল-ফয়েজ ট্রাস্ট। ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারকে সাধ্যমত নগদ টাকা ও প্রয়োনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্থ মসজিদ মাদরাসাকেও অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টের এসব সহায়তা স্বচ্ছতার ভিত্তিতে উপযুক্ত ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতি বদ্ধ আল-ফয়েজ ট্রাস্ট। ছাতক চরভাড়া আল-ফয়েজ ট্রাস্টের চেয়ারম্যান এবং জামিয়া খাদিজাতুল কুবরা রা.স্কুল এন্ড মাদরাসা বার্মিংহাম’র প্রিন্সিপাল শায়খ আব্দুর রব ফয়জী বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, বৃহত্তর ফেনী, নোয়াখালী, লক্ষীপুর সহ ১১ জেলার প্রায় ৫৭ লাখ মানুষের ক্ষতিগ্রস্থ হয়েছে এবং গৃহহীন হয়েছেন অগনিত মানুষ। ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে কারনে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে যায়ায় অনেক জনগোষ্ঠী হারিয়েছে তাদের জীবিকা ও সম্পদ। তাই সাধ্যমত ট্রাষ্টের পক্ষ থেকে সহায়তা দেয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি আল-ফয়েজ ট্রাস্টের মাধ্যমে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। প্রয়োজনীয় সহায়তা দিতে হাফিজ মুহাম্মদ আব্দুল কাইয়ুম ফয়জী তত্ত্বাবধায়ক ও অর্থ সম্পাদক আল-ফয়েজ ট্রাস্ট (০১৭১১ ৪৪৯০৬৩) বরাবরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply