মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত বেসরকারী এতিমখানা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় জেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস এর সভাপতিত্বে ও শহর সমাজসেবা অধিদপ্তরের অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা উদযাপনে জেলা সমাজসেবার নির্দেশনা মোতাবেক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ওয়ায়েজাবা শিশু সদনের সভাপতি টেংরাখালী দরবার শরীফ’র বর্তমান গদ্দিনশীন পীর সাহেব আলহাজ্ব মাওঃ শাহ মোঃ নেয়ামুল হক, চরপাড়া ওয়ায়েজাবাদ শিশু সদনের সভাপতি মাওলানা শাহ মো. নিজামুল হক, আউলিয়াপুর ইসলামিয়া শিশু সদনের সভাপতি মাওলানা মো. কাশেম, চারাবুনিয়া ফারুকিয়া শিশু সদনের সভাপতি মো. ফারুক মাস্টার।
উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম শাহজাদাসহ বিভিন্ন শিশু সদনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতিনিধিবৃন্দ। সভায় পূজা মন্ডপসমূহে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রতি মন্ডপে প্রতি শিশু সদন থেকে দুইজন করে শিক্ষক কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস নিশ্চিত করেছেন।
এ বছর সদর উপজেলায় ২৬ টি সহ জেলায় ১৬৭ টি মন্ডপে দুর্গা পূজা উদযাপিত হবে বলেও উপপরিচালক জানান।
Leave a Reply