সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২৭৫ মি. লি.
মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি সুমন মিয়া ওরফে রাসেল মিয়াকে মদ সহ গ্রেফতার করেন ছাতক থানার এস আই (নিরস্ত্র) আখতারুজ্জামান। মাদক কারবারি সুমন মিয়া ওরফে রাসেল মিয়া বিশ্বনাথ থানার নরসিংহপুর গ্রামের মনির মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পুরান বাজারের রামপুর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা করে মদ সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে তার জিম্মায় থাকা ভারতীয় ১৪ বোতল এসিব্ল্যাক মদ উদ্ধার ও সিএনজি চালিত অটোরিকশা জব্ধ করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মো: গোলাম কিবরিয়া হাসান এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় এসিব্ল্যাক ১৪ বোতল ৪২৭৫ মি.লি. মদ উদ্ধার ও সিএনজি চালিত একটা অটোরিকশা জব্ধ করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিয়া প্রকাশ রাসেল মিয়ার (২৮) বিরুদ্ধে ছাতক থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন এস আই মোঃ আখতারুজ্জামান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply