
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসুস্থ রোগী কে আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় জাগরণী ইসলামি তরুণ সংঘের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় মামুন আহমদের কুরআন তিলাওয়াত সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ির প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, ছাত্র নেতা জুবায়ের আহমদ শিমুল, ৯নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম বলাই, জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, জুনেদ আহমদ, এম কলিম উদ্দিন মোহাম্মদনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নগর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সাইদুর রহমান,
জাগরণীর সহ-সভাপতি ছাদিকুর রহমান, অর্থ সম্পাদক রাহিম আহমদ, অফিস সম্পাদক মামুন সরকার, প্রচার সম্পাদক রাশেদ আহমদ,সদস্য সুলতান আহমদ,জাকারিয়া আহমদ সহ গ্রামের যুবক,তরুণ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন জাগরণী ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসীদের সহযোগিতায় ঘোলসা, গ্রামতলা মোহাম্মদনগরে সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে এবং ঘোলসা গ্রামের অসুস্থ রোগীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জাগরণী আগামীতে এই রকম সামাজিক কাজ অব্যাহত রাখবে এমনটা প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে জাগরণীর উপদেষ্টা মাওলানা কবির হোসাইন এর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়েছে।
Leave a Reply