
গাজীপুর সংবাদদাতা ,এস এম মাসুদ
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নসহ ৩৯ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা জোর দিয়ে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা আজও উপেক্ষিত।” তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের কাঁধেই চাপানো হয় ঋণের বোঝা।
বক্তারা কেবল দশম ওয়েজ বোর্ড নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দাবি করে বলেন, “আমাদের লেখাই হোক সেই আগুন, যা অন্যায়কে পুড়িয়ে ফেলবে, আমাদের কলমই হোক সেই আলো, যা লুটেরা ও খুনিদের মুখোশ খুলে দেবে।” সমাবেশে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম রিপন শাহ্, মো. আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, কালের কণ্ঠের মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, দৈনিক বাংলা ভূমির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার প্রমুখ। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা না দেওয়া এবং যখন-তখন চাকরিচ্যুতির মাধ্যমে তাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর আইনি সুরক্ষা এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। গাজীপুরের এই বিক্ষোভ সমাবেশকে অন্যান্য উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ মূলধারার সকল সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করেছেন।
Leave a Reply