মিঠুন পাল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলা বৃত্তহীন কৃষক সমবায় সমিতির উদ্যোগে শত শত ভূমিহীন পরিবার জোরদার প্রভাবশালী খাদকদের নামে বেনামে অবৈধ খাস জমি বন্দোবস্ত বাতিল করে চরবাংলা সহ এলাকার ভূমিহীনদের নামে ফৌজদারী ও আদালতে মামলা করে গরীব ভূমিহীনদের হয়রানী বন্ধ সহ ভূমি অফিসের নানাবিধ অনিয়মের প্রতিকার ও সাত (৭) দফা দাবী করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি অফিসে, স্মারক লিপি প্রদান করে। বুধবার ২১ জুন বেলা ১১ টায় ভূমিহীন পরিবারগুলো ব্যানার সহ গলাচিপা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে গণমাধ্যম কর্মীদের কাছে লিখিত স্মারক লিপির অনুলিপি দেয় এবং ভূমিহীনরা তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে, মামলা দিয়ে হয়রানীর কথা বলে এবং ২০ জুন পটুয়াখালী জেলা সদরে মানব বন্ধন করে, জেলা প্রশাসক পটুয়াখালী বরাবরে স্মারক লিপি সহ তাদের দাবীসহ ভূমি খাদকদের বিরুদ্ধে অভিযোগ জানায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিঃ এবং কৃষক লীগের পক্ষে সিরাজ খা, আবদুল করিম খা, শাহাবুদ্দিন, মোঃ হারুন হাওলাদার, মোঃ মজিবর হাওলাদার।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply