মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হলো জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ ইং। অদ্য ২৪ জুলাই রোজ সোমবার পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন (২৪ জুলাই) সোমবার বেলা ১১ ঘটিকায় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় বলা হয়, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এছাড়া যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
অনুষ্ঠানের অতিথি লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ফারুক হোসেন এবং কমান্ডার আনোয়ার হোসেন বলেন,মৎস খাত বর্তমান সরকারের একটি অগ্রাধিকার খাত। বৈশ্বিক মহামারি জনিত প্রতিকূল পরিবেশে দেশের জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরন করতে কাজ করছে। অর্থনৈতিক সম্মৃদ্ধিতিতে মৎস খাতে ব্যপক ভূমিকা পালন করছে। তাছাড়া পটুয়াখালী জেলায় মৎস আহরনের দিক থেকে অনেকটা এগিয়ে আছে।এসময় পটুয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা বলেন, দেশে মৎস্য উৎপাদন বাড়াতে হলে হতদরিদ্র জেলেদেকে সরকারের পক্ষ থেকে সরাসরি অর্থনৈতিক সহায়তা সহ অঞ্চলভেদে মাছ উৎপাদনের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রজাতির রেনু সরবরাহ করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্টান শেষে করার পূর্বে জেলা মৎস্য কর্মকর্ত মোঃ কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে আজ চতুর্থ আবস্থানে রয়েছে। গত ২০২১-২২ অর্থবছরে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল (৪৫.৫২ লক্ষ মেট্রিকটন উৎপাদন হয়েছে ৪৭.৫৯ মেট্রিকটন যার মধ্যে সামুদ্রিক ১৪.৮৩% অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে আহরণ ২৭.৭৮%এবং বদ্ধ জলসায় মাছ উৎপাদন ৫৭.৩৯%) তিনি আরো বলেন জিডিপির এই অর্জনকে আরো বেগবান করতে সাংবাদিক বন্ধুদের বিভিন্ন তথ্য ও মূল্যবান সংবাদ প্রচারের মাধ্যমে আরো বেশি গতিশীল করবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধ মোঃ হাসান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু মাহফুজুর রহমান আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা, জেরিন সুলতানা তৃশা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply