বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানাধীন পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা ও ০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
০৬আগস্ট রাত সাড়ে ১২টায় সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে রোকন উদ্দিন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ ঘনশ্যাম বাজার সৌদিয়া ভাতঘর দোকানের সামনে একজন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থানকালে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতকে তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ০১ কেজি গাঁজা ও ০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ (স্পীডের প্লাস্টিক বোতল ভর্তি) উদ্ধার* করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয় রোকন উদ্দিন (২৮),পিতা-নুর আহম্মদ, মাতা-রশিদা বেগম, সাং-লক্ষ্যারচর উত্তর পাড়া, ঘনশ্যাম বাজার, ০৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন পন্থা অবলম্বন করে বেশকিছু দিন ধরে মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে । তথ্য নিশ্চিত করেছেন,অধিনায়কের পক্ষে,মোঃ আবু সালাম চৌধুরী,অতিঃ পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply