ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ইদানীং বেড়ে গেছে দিনের বেলা চুরির মত ঘটনা।আজ টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে দিনের বেলা চুরি ঘটনা ঘটেছে।জানা যায়,টেংগারচর গ্রামের মধ্যম মহল্লার আমির হোসেনের বাড়িতে দিনের বেলা স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ চুরি ঘটনা ঘটে।আমির হোসেন জানায়,গলার চেইন,নাকের ধূল,নাক ফুল সহ দেড় ভড়ি স্বর্ণ এবং ক্যাশ ১৫ হাজার টাকা চুরি হয়েছে।
আমির হোসেন জানায়,প্রতিদিনের মতো তিনি তার কর্মস্থল জামালদি স্ট্যানে দোকানে চলে যায়।তার স্ত্রী সকাল বেলা সংসারের কাজ শেষ করে সকাল দিকে তার আম্মাকে দেখতে বাবা’র বাড়ি পাশ্ববর্তী উপজেলা সোনারগাঁও যায়।
আমির হোসেনের স্ত্রী জানায়, বেলা আনুমানিক সাড়ে ১২ টায় বাড়ি এসে দেখেন তার ঘরের দরজা ভাঙা।বিতরে প্রবেশ করে দেখে ঘরের বিতর সমস্ত আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো ভাবে পড়ে আছে।তারপর ভালো ভাবে ঘরের বিতরে প্রবেশ করে দেখেন ঘরে থাকা আলমারী ভাঙা,ওয়াট ডরাপের সকল ঢয়ার গুলো খুলা,শোকেচ ও খুলা,খাটের তোশক উল্টোনো।পরে দেখতে পান তার নিজের এবং দুই মেয়ের দেড় ভরি স্বর্ণ অলংকার এবং নগর ১৫ হাজার টাকা ছিল আলমারিতে রাখা ছিলো তাে চুরি হয়ে গেছে।
আমির হোসেন বলেন,আমার কষ্টের টাকায় জমিয়ে জামিয়ে সংসারের জন্য এগুলো তৈরি করেছিলাম,আজ দিনের বেলা চুরির মত এমন একটি ঘটনা ঘটিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply