হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মাদ্রাসা মোড় ও ব্রীজ সংলগ্ন ৫ টি ও টিএনটি সংলগ্ন মার্কেটে ২ টি দোকানসহ মোট ৭ টি দোকানে রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে চুরি ঘটনা ঘটেছে। দোকান মালিকদের তথ্য মতে জানাযায়, গভীর রাতে দোকান ঘরের টিনের ছাউনি কেটে চোরেরা ৭টি দোকানে বিভিন্ন মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরি করেন। যেসব দোকানে চুরি হয়েছে- শাহিনের কনফেশনারীর দোকান, মুক্তারুলের সার ও সিমেন্টের দোকান,খিরমোহনের ব্যাটারির দোকান, জাহিদের ভাংরির দোকান, খিরমোহনের পার্সের দোকান,
এবং টিএন্ডটি সংলগ্ন মোজাম্মেলের কীটনাশকের দোকান ও আনোয়ারের ভ্যানের যন্ত্রাংশের দোকান।
খবর পেয়ে রাণীশংকৈল থানার এস,আই শফিউল ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভির ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। এদিকে একইরাতে করকই আলশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি তোলার পাম্প চুরির ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন আলী বলেন, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু সিসি টিভির ফুটেজে চোরকে কিছুটা চেনা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply