কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া টানা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য সত্যিই অসাধারণ। একটা সময় টানা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য অহরহ দেখা যেত। এখন আর তেমন চোখে পড়েনা। টানা জালের মধ্যে এটি বড় আকৃতির জাল। আস্ত এক একটি বাঁশ দিয়ে এই জাল বসানোর কাজটি করা হয়। সাধারণত মাছ ধরার জন্য স্রোতের অনুকূলে ফেলে রাখা হয় এই জাল।
জালের সামনের বিশাল অংশ নদী বা খালের পানির নিচে ডুবিয়ে রাখা হয়। নির্দিষ্ট সময় পরপর জালের পেছন দিকের বাঁশ দিয়ে টেনে পানি থেকে তোলা হয় জাল। এভাবে পানিতে জাল ফেলে পানি থেকে জাল তুলে মাছ ধরা হয়।
টানা জালের ছবিটি নেওয়া হয়েছে কাপাসিয়ার কুমার বিলের যাওয়ার আগে ঝরনা ঘাটের পাশ দিয়ে প্রবাহিত খাল থেকে।এই খাল নদী বা প্রাকৃতিক জলাশয়ের এমন এক জায়গায় স্থাপন করা হয় যেখানে পানি ও মাছ বেশি থাকে। এই জাল যেখানে বসানো হয় সেখানেই কয়েকবছর থেকে যায়।এইজালের সামনের মুখ বিশ থেকে এিশ ফুট পর্যন্ত প্রশস্ত হয়।এই জাল নদী খাল বা প্রাকৃতিক জলাশয়ে বসাতে প্রয়োজন হয় অনেক বাঁশ। একটা সময় এই টানা জালের মাধ্যমে মাছ শিকার করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করত। এখন এই জাল খুববএকটা দেখা যায়না।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply