মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশকে কেউ আর অস্থিতিশীল করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১২ নভেম্বর) সকালে সিংড়া গোডাউন এলাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের সঙ্গে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত আধুনিক স্মার্ট সিংড়া বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, গত ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা নির্মাণ হয়েছে, তা বিগত দিনে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান দিয়েছেন, যা কোনো সরকার করেনি। বিগত ৫০ বছর মিলেও তা হবে না। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন নেই, সেবা নেই, সুশাসন নেই। নির্বাচন এলেই দলীয় উস্কানি দিয়ে কিছু রাজনীতিক দল সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে থাকবেন এবং সত্যের পক্ষে থাকবেন। ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম।
আলেমদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমরা যদি মুসলমান হিসেবে ইসলামের পাঁচটি স্তম্ভ অনুসরণ করি, তাহলে বাংলাদেশের মাটিতে কেউ মিথ্যা অপপ্রচার করতে পারবে না। কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনে অনুপ্রেরণা দেন। নিশ্চয়ই আপনারা মিথ্যা, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেবেন। আপনাদের তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply