মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার আমখোলা গলাচিপা উপজেলার দরি বাহেরচর গ্রামের ,সহকারি মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মৃধা ৭০ নামের এক বৃদ্ধের উপর অতর্কিত আক্রমণ করেন, বিএনপি নেতা মনির চৌকিদার ও তার সহযোগীরা।
বিগত দিনে বিএনপি জামাতের আন্দোলনকে কেন্দ্র করে মনির চৌকিদারের সাথে সোহরাব মৃধার বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে ১৩ /১১/২০২৩ ইং তারিখ রোজ সোমবার বিকেল আনুমানিক ৬:১৫ মিঃ সময় মনির চৌকিদার ও তার লোকজনকে সাথে নিয়ে জমিজমার সালিশির মধ্যে বৃদ্ধ সহকারী মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার উপর অতর্কিত হামলা করেন ।
এতে বৃদ্ধ সোহরাব হোসেন মৃধা গুরুতর আহত হয়ে পটুয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন,
এবং পরে এঘটনার জন্য ১৪/১১/২০২৩ইং তারিখ মঙ্গলবার গলাচিপা সদর থানায় লিখিত অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৭, আসামীরা হলেন, ১/ মোঃ আবু তাহের পিতা,আনোয়ার মৃধা,( ৪০) ২/মোঃ ইলিয়াস পিতা,আনোয়ার মৃধা, (৪৫) ৩/ মোঃ মোতাহার পিতা,রব মুন্সি, ( ৬৫) ৪/ মোঃ মনির চৌকিদার পিতা,মোসলেম চৌকিদার (৫৫) ৫/ মোঃ জিয়া মুন্সি পিতা,মোতাহার মুন্সি, (৫০)
৬/ মোসাঃ লতিফুল বেগম পিতা, ইন্তু মোল্লা, (৫৫) সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন।
তবে এ মামলায় এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।
তাই বৃদ্ধ সহযোগী মুক্তি যোদ্ধা সোহরাব হোসেন মৃধা তিনি অপরাধীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর অনুরোধ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ও মন্ত্রী পরিষদকে
কটুক্তি করার জন্য এদেরকে দ্রুততম আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এঘটনার জন্য অএ এলাকার মানুষজন তিব্র নিন্দা জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান, যেন – অপরাধীদের কে দ্রুততম ধরে আইনের আওতায় এনে, উপযুক্ত শাস্তি ও বিচারের দাবি জানান এলাকাবাসী।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply