কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে শুরু হয়েছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান নিজ খরচে খনন কাজ শুরু করেছেন। এই কাজে যুক্ত আছেন তার গবেষণা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য অন্বেষণ’ এর বেশ কয়েকজন প্রত্নতাত্ত্বিক।
কাপাসিয়ার দরদরিয়া গ্রামে বানার নদের পূর্ব পাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রানী ভবানীর দুর্গের ধ্বংসাবশেষ। তিনি ছিলেন বেনীয়া রাজার শেষ বংশধর। তার দুর্গের ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি অবস্থান দরদরিয়া গ্রামের উত্তর অংশে। সেখানে কৃষকের জমির পাশে উঁচু ভূখণ্ডে বর্তমানে দুর্গের ধ্বংসাবশেষের অনেক নিদর্শন দৃশ্যমান।
মঙ্গলবার বেলা ১১ টায় খনন কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি । তিনি প্রত্নতাত্ত্বিক ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন। ঘুরে ঘুরে প্রত্নতাত্ত্বিকদের এই কাজে উৎসাহ প্রদান করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ এই কাজটি কাপাসিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজ শেষ হলে এই অঞ্চল আরো বেশি ইতিহাস সমৃদ্ধ হবে। আমরা গর্বিত হব।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply