সৈয়দ মুনিরুল হক নোবেল:
বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে জেলার রেফারী সদস্যদের মাঝে ট্র্যাকসুট-ট্রাউজার বিতরণ ও নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাইনুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ট্র্যাকসুট-ট্রাউজার বিতরণ করেন, জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন সভাপতি, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সদর থানা সার্কেল সোরহাব হোসেন, অফিসার ইনর্চাস মুহব্বত কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনর সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনারা পাশে থাকলে প্রতি ২ মাস পর পর একটি করে টুর্ণামেন্ট অনুষ্ঠিত করা সম্ভব। তিনি জয় বাংলা ফুটবল টুর্ণামেন্ট নামে একটি টুর্ণামেন্ট করার কথা জানান। খেলার মান উন্নয়নে ও জামালপুরের ফুটবল খেলাকে এগিয়ে নিতে তিনি আরো বলেন, আমরা যে টুর্ণামেন্টের আয়োজন করবো, সে টুর্ণামেন্টে শুধুমাত্র জামালপুরে বসবাসকারী খেলোয়াররাই অংশগ্রহন করবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply