মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোর জেলার সদর নলডাঙ্গা সিংড়া এবং লালপুর থানা এলাকায় ৩টিসদর পৃথক অভিযান পরিচালনা করেছে র্যাব। অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জনকে আটক করা হয়। এ সময় চাঁদাবাজির নগদ টাকা ও রশিদ বই জব্দ করে র্যাব সদস্যরা।
সোমবার দেড়টা পর্যন্ত (সিপিসি-২ নাটোর ক্যাম্প) র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল এ অভিযানগুলি পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি পণ্য পরিবহনের ট্রাক বাস ও অন্যান্য পণ্যবাহী গাড়ি হতে নিয়মিত চাঁদা আদায় করে তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ বই ও চক্রের মূলহোতাসহ ২৫ সদস্যকে আটক করা হয়
আটক চাঁদাবাজরা হলো, আশরাফুল ইসলাম স্বপন (চক্রের মূলহোতা) (৪৫) আনোয়ার হোসেন বাবু (৫০) মো আকরামুল ইসলাম (৩৮) মো. এরশাদুল (৪৮) মোঃ বাবুল খান (৪৭) মোঃ মনসুর রহমান (৩৭) মোঃ মোজাহার (৫৫) বারেক সর্দার (৫৫) মোঃ হাসান আলী (৫৬) মোঃ জিয়াদুল ইসলাম (৫৫) ফাইজুল ইসলাম (৩৫) মোঃ আরিফুল ইসলাম (৩০), আব্দুর রাজ্জাক (৪০) মোঃ বাবু প্রামানিক (৩৫) মোঃ বেল্লাল হোসেন (৫৬) মোঃ রুপস আলী (৪১) মোঃ ফারুক (৩৬) মোঃ রানা (২৮) মোঃ শাহাজাহান আলী (৬২) মোঃ আব্দুল খালেক (৬৫) মোঃ আজাহার শেখ (৫২) মোঃ আফজাল হোসেন (৬০) মোঃ রাইজুল ইসলাম (৩৫) মো রেজাউল করিম (৬২) মোঃ উজ্জল হোসেন (২৮)।
চাঁদাবাজ চক্রের আটক এই ২৫ সদস্যের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply