মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নিরাবতা পালন দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ লাইনস গ্রীলসেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক আবু নাছের ভুঞা,পুলিশ সুপার তারিকুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) শরিফুল ইসলাম, সদর সার্কেল মাহামুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেল শরিফ আল রাজী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও নিহতের
পরিবার বর্গ। এসময় বক্তারা বলেন সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের কারণে এবং কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে পহেলা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে” উদ্যাপন করে আসছে। আলোচনা সভা শেষে নাটোর জেলার ১৭ জন শহীদ পুলিশ পরিবারের মাঝে স্বারক সম্মামনা প্রদান করা হয়।
Leave a Reply