সেলিম মাহবুব,সিলেট:
ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও কনকচাঁপা খেলাঘর আসর পরিচলানা কমিটির বর্তমান সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য (ফুল দা) গুরুতর অসুস্থ।
বেশ কয়েক দিন ধরে তিনি শারীরীক বিভিন্ন সমস্যায় ভোগছিলেন। ৭ এপ্রিল তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট নগরীর মীরবক্সটুলা মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে বিশেষ তত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে। ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের পক্ষ থেকে সভাপতি কেতকী রঞ্জন আচার্য্যের আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে আশির্বাদ ও দোয়া প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply