সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে গোসল করতে গিয়ে সুরমা নদীতে ডুবে তামিম আহমদ ফাহমিদ(০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ লাল মসজিদ সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে। তামিম আহমদ মন্ডলীভোগ এলাকার শাকিল মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা প্রায় আড়াই টার দিকে অন্যান্যদের সাথে নদীতে গোসল করতে যায় তামিম আহমদ। এক পর্যায়ে তামিম নদীর তীরে বাধা নৌকা থেকে ঝাপ দিলে সে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসল করতে আসা লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর নদীর পানি থেকে তামিম আহমদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৭৮৪) রুজু করা হয়েছে।
Leave a Reply